আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার ৮৫ নং বাপ্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ভোলা জেলার অন্যতম সামাজিক সংগঠন "যুব ও সামাজিক সংস্কৃতি প্রতিষ্ঠান" আনন্দ পাঠশালা ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার ৮৫ নং বাপ্তা শক্তি সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদা পারভীন এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন আনন্দ পাঠশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম। আনন্দ পাঠশালার উপদেষ্টা মনির আহাম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও আনন্দ পাঠশালার উপদেষ্টা মোকাম্মেল হক মিলন, আনন্দ পাঠশালার সংগঠক খাদিজা আক্তার ঝর্ণা ।
উল্লেখ্য ফুটবল টিম গঠনের লক্ষ্যে ভোলা সদর উপজেলায় মোট ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে আনন্দ পাঠশালা। এরই অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ও ভোলা জেলা যুব উন্নয়নের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছি আমরা। তারই অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে। একমাত্র ক্রীড়াঙ্গণই দেশে ও দেশের বাহিরে বাংলাদেশ কে পরিচিত করিয়েছে। তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।