সাধারণ জনগণের খোঁজ-খবর নিতে বোরহানউদ্দিন ও দৌলতখানে আসছেন এমপি মুকুল
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
সাধারণ জনগণের খোঁজ-খবর নিতে এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী সহ বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার উদ্দেশ্যে ৩ দিনের সফরে এলাকায় আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
আজ ২৪ মার্চ ভোর ০৬ টায় নিজ গাড়ীযোগে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।
সকাল ১০ টায় ভোলার ভেদুরিয়া ঘাটে পৌঁছাবেন এবং দুপুরের মধ্যেই নিজ আসনে পৌছাবেন তিনি।
এদিকে আলী আজম মুকুলের আগমন উপলক্ষে বোরহানউদ্দিন ও দৌলতখানের আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।