শেয়াল ডাকা রাত
--- মোঃ মহিউদ্দিন
ভালো লাগে
একলা আধার রাতে দেখতে নীলাকাশ,
ভালো লাগে
রাতের বেলায় জানালার পাশে
ঝিরঝির বাতাস।
ভালো লাগে
মেঘনা নদীর কলকলে ছল ছলে
বয়ে চলা জল,
ভালো লাগে
মিষ্টি মধুর নানান স্বাদের ফল।
ভালো লাগে
পাখপাখালির কিচিরমিচির কোলাহল,
ভালো লাগে
স্কুলে যাওয়া ছাত্র-ছাত্রীর দল।
ভালো লাগে
চিরহরিৎ বুনো ফুলে সাজানো পাহাড়-পর্বত,
ভালো লাগে
মেঘনা নদীর জোয়ার-ভাটার স্রোত।
ভালো লাগে
বন-বাদাড়ে আছে যত গাছপালা,
ভালো লাগে
ভালো লাগে রঙ-বেরঙের প্রজাপতির খেলা।
ভাল লাগে
নীলাকাশে আধার রাতের চাঁদ,
ভালো লাগে
জোসনায় ভরা শেয়াল ডাকা রাত।