শশীভূষণে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।
শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন।।
শশীভূষণ থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা ও র্যালী
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শশীভূষণ থানার আওতাধীন জাহানপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসায় এ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে র্যালীটি মাদ্রাসা মাঠ থেকে জলিল বেপারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে সমাপ্তি হয়।
এসময় মাদ্রাসা সুপার মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর ফরাজী, এসআই সোলাইমান, সহকারী শিক্ষক ও ছাত্র -ছাত্রী বৃন্দ।