চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ডিআইজি, বরিশাল রেঞ্জ এর নির্দেশনা মোতাবেক ভোলা জেলা পুলিশ সুপারের সার্বিক তত্বাবধায়নে শশীভূষণ থানায় রমজান মাস উপলক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং ও ০৪ আসামী গ্রেপ্তার সহ মামলা না নিয়ে ০৯টি অভিযোগের নিস্পত্তি করা হয়।
গত এক সাপ্তাহে থানায় রুজুকৃত চুরি মামলা ও নিয়মিত মামলার ০২ আসামীসহ ০৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং থানায় জিডিমূলে একটি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, একটি ছাগল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও পারিবারিক, মারামারি, যৌতুক, লেনদেন, জমিজমা ইত্যাদি সংক্রান্ত ০৯টি অভিযোগ,(মামলা না নিয়ে) স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পুলিশের মধ্যস্থতায় নিস্পত্তি করা হয়।
শশীভূষণ থানা সুত্রে জানা যায়, গত শনিবার ০৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত অত্র থানায়, গাঁজাসহ আটকৃত আসামী, সিআর ৬৫৬/২১, সিআর ৬৫৭/২১ ও সিআর ৬৬৫/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ০১ জন আসামী এবং থানায় রুজুকৃত চুরি মামলা ও নিয়মিত মামলায় ০২ জন পলাতক আসামীসহ সর্বমোট ০৪ জনকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করেন।
জিডি মূলে একটি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি ছাগল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সমন্বয়ে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ, মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার সকল এসআই গণ প্রতিনিয়ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশং/উঠান বৈঠক/কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে সভা করে সাধারন মানুষকে পুলিশি সেবাসহ বিভিন্ন সচেতনতা মূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। প্রতিটি ইউনিয়ন/বিটে ০১জন উপ-পরির্দশক (এসআই), ০১ জন সহকারী উপ-পরির্দশক (এএসআই) ও ০২জন কনস্টবল নিয়োজিত রয়েছে বলে জানাগেছে।
বিট পুলিশং/উঠান বৈঠক/কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে সভাসহ থানা এলাকার প্রত্যেকটি বিটে সচেতনতামূলক র্যালি কার্যক্রমের ফলে থানা পুলিশের মধ্যস্থতায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে থানায় আগত সেবা প্রার্থীদের অভিযোগ গুলো দ্রুত নিস্পত্তি হয়ে যাচ্ছে।
থানায় প্রাপ্ত প্রত্যেকটি লিখিত, মৌখিক ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অভিযোগের সংবাদে থানা পুলিশ তাৎক্ষনিকভাবে প্রতিস্পন্দন করে যাচ্ছে এবং থানা পুলিশ প্রতিনিয়ত থানা এলাকায় প্রত্যেকটি গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট, দাগী চোর ডাকাতদের বাড়ীতে অভিযান ও রাত্রিকালীন টহল জোরদার করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে থানা এলাকায় চুরি, ডাকাতি সহ অন্যান্য অপরাধ প্রবণতাও অনেকটাই কমে যাচ্ছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, জঙ্গিবাদ, মাদক ,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন ,জুয়া, কিশোর গ্যাং প্রতিরোধ, বাজার মনিটরিং ও অন্যান্য যেকোনো অপরাধ নির্মূলে জনগণের জান মাল রক্ষার্থে শশীভূষণ থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।