সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার স্লোগানে এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুনবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন,স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি সারাদেশে একসাথে সরকার প্রথমবার পালন করছে।
এসময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা, যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উন্নয়ন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে ও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ,তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ,লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল,তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।