মোঃ মহিউদ্দিন
ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইপাঠ ও রচনা প্রতিযোগিতা ২৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের সম্মাননা জানাতে ২৫ মে ২০২৫ তারিখে সন্ধ্যা ৭টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা দুই কবির সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তাঁদের জীবনদর্শন থেকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় বই ও সনদপত্র, যা তাদের মাঝে সাহিত্যচর্চায় উৎসাহ যোগাবে বলে অভিমত দেন অতিথিরা।
ভোলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এই আয়োজন একটি প্রাণবন্ত ছাপ ফেলেছে এবং নবীন প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী।
#লেখক কবি, সাহিত্যিক , প্রফেসর