রক্ত ঋণে
-- ডা. মোঃ মহিউদ্দিন
----
এ দেশটা কার ?
লাখো শহীদ বীর সেনাদের
ঋণের রক্তে মালা গাঁথা,
যে বীর সেনা বুকের রক্তে রাঙিয়ে
উড়ালো লাল সবুজের পতাকা।
লাল সবুজের পতাকা উড়ালো
যে স্বদেশী গানের ছন্দে,
স্বাধীনতা পেয়েছি রক্ত
গোলাপ রক্ত জবা
বকুল ফুলের গন্ধে।
স্বাধীনতা এসেছে দুই দেশের
কৃষ্টি কালচার জীবন প্রবাহের দ্বন্দ্বে।
স্বাধীনতা এসেছে বহু প্রাণ
বহু রক্তের বিনিময়ে রণাঙ্গনে,
স্বাধীনতা এসেছে জনক- জননীর
তরুণ ছেলেটি হারিয়ে
হৃদয়ে রক্তক্ষরণে।
স্বাধীনতা এসেছে নিষ্পেষিত
দুঃশাসনের কারণে।
স্বাধীনতা এসেছে এ দেশের
বুদ্ধিজীবীদের আবমূল্যায়নের কারণে।
স্বাধীনতা এসেছে বৈষম্য
মানসিকতার কারণে,
স্বাধীনতা এসেছে পূর্ব বাংলার
মৌলিক চাহিদা হরণে।
স্বাধীনতা এসেছে হৃদয়ে রক্ত ঝরা
পরাধীন ব্যথাতুরের ব্যথা
অনুভব রন্ধে রন্ধে।
স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছি
বীর সেনাদের রক্ত ঋণে,
স্বাধীনতা এসেছে দেশপ্রেমের
গানের সুরের বীণে।
আমার এই ছোট্ট কাব্য
টুকু উৎসর্গ করলাম
লাখো শহীদের স্মরণে।