স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ।
নার্সিং ইনস্টিটিউট ভোলায় অধ্যয়নরত এবং ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ৫০ নার্সকে ইন্টার্ন শেষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ভোলা সদর হাসপাতালের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার মানবিক সিভিল সার্জন হিসেবে পরিচিত ডাঃ কে এম শফিকুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ। শিক্ষার অংশ হিসেবে কর্মরত ৫০ জন ইন্টার্ন নার্সকে এ সময় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে বিতরন করা হয়েছে সনদ পত্র। ভোলার সিভিল সার্জন জানান, ভোলা সদর হাসপাতালে ইন্টার্ন নার্সদের আন্তরিক পরিবেশে ইন্টার্ন করার সুযোগ দেয়া হয়েছে। তাদের চিকিৎসা সেবা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মায়া মমতা স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে তাদের নৈতিক শিক্ষা দেয়া হয়েছে। আজ তাদের বিদায় বেলায় তাদের প্রতি শুভ কামনা রইলো।
এ সময় নার্সদের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পরেন তিনি। তিনি বিদায়ী নার্সদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে পেশাদারী মনোভাব নিয়ে এবং রোগী ও স্বজনদের নিজেদের স্বজন মনে করে সেবা প্রদান করতে হবে। তাদের যত্ন নিতে হবে। ইন্টার্ন নার্সদের ভবিষ্যত মঙ্গল কামনা করেন ভোলার সিভিল সার্জন।