সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
২১ মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুস মিয়ার বিকল্প কাউকে দেখছেন না সাধারণ ভোটাররা।প্রতীক পাওয়ার পর থেকেই গ্রামগঞ্জে,পাড়া মহল্লায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের বলে ও জানা গেছে।
সরেজমিন পরিদর্শন করে জানা যায়,বিগত ১৫ বছর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মটরসাইকেল প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ ইউনুস। দায়িত্ব পালন করার সময় অসহায়-দুঃস্থ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সহযোগিতা করেছেন,বিপদে-আপদে যে কোন সময় জনগণের ডাকে সাড়া দিয়েছেন,করোনা কালীন সময়ে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এইজন্যেই সাধারণ ভোটাররা এইবার ইউনুছ মিয়াকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছে।
মোটরসাইকেল প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ ইউনুছ বলেন,আমি প্রতিটি মানুষের সুখে-দুঃখের সাথী হিসেবে এর আগেও ছিলাম,এখনো আছি ভবিষ্যতে থাকবো।
তিনি বলেন,আগামী ২১শে মে বিপুল ভোটে ভোলা সদর উপজেলা বাসি আমাকে নির্বাচিত করবে,এটাই আমার প্রত্যাশা।
আমি নির্বাচিত হলে এই অঞ্চলের জনগণের কোনো দুঃখ থাকবে না,আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবো।