ইসরাফিল নাঈম, চরফ্যাশন প্রতিনিধি ভোলা প্রকাশঃ
নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিন প্রেসক্লাবের ২য় তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে কুঞ্জেরহাট ডিটিএম হাইস্কুলের হলরুমে প্রেসক্লাবের সকল সদস্য সহ ভোলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও দুর্নীতি বিরোধী কবিতাপাঠ উদযাপন করা হয়।
ভোলা দক্ষিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শাহর সভাপতিত্ব ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন, প্রেসক্লাবের উপদেষ্টা জাতীয় কবিতা পরিষদ এর ভোলা শাখার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল, সরকারি শাহবাজপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ শরিফুল ইসলাম মোল্লা এলটি, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দত্ত, চরফ্যাশন টিবি স্কুলের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা।
এ সময় ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের ও লালমোহন উপজেলার প্রথম সাংবাদিক আব্দুর রাজ্জাককে আজীবন সম্মাননা প্রদান করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গজারিয়া গালর্স স্কুল এর অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী, নবচেতনা ও ভোলা প্রকাশ চরফ্যাশন প্রতিনিধি ইসরাফিল নাঈম, খোলা কাগজ চরফ্যাশন প্রতিনিধি, রুবেল আশরাফুল, আজকের দর্পণ চরফ্যাশন প্রতিনিধি মামুন, আজকে পত্রিকা বোরহানউদ্দিন প্রতিনিধি, সাইফুর ইসলাম আকাশ সহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও সাংস্কৃতিক বৃন্দ প্রমুখ ।