-- মোঃ মহিউদ্দিন
-------
সবুজ শ্যামল বৃক্ষে ঘেরা
ভোলা জেলার গ্রাম,
নদ নদীর জোয়ার-ভাটায়
চলছে অবিরাম।
ফসলের মাঠে কতইনা ফসল
আছে কারো চাষে পান,
চাষী করে মাঠে চাষ
ফলায় মাঠে সোনালী ধান।
রাখালিয়ায় মন মাতায়
মিষ্টি বাঁশির সুরে,
মেঘনার বুকে উড়ছে পাখি
যাবে তারা আপন নীড়ে।
মেঘনার বুকে ইলিশ মিলে
বিক্রি হয় ঘাটে,
এসব মাছ ই পেয়ে থাকি
আমরা সবাই হাটে।
সবুজ শ্যামল ফসল ফলে
সোনা ফলে তার মাঠে।
চড়ুই, টিয়া,শালিক পাখি আছে
বন বাদাড়ে ঝাঁকে ঝাঁকে ,
সন্ধ্যা হলেই কিচিরমিচির
পাখ-পাখালি ডাকে।