স্টাফ রিপোর্টার।।
ভোলা: ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশ একটি বিশেষ (স্পেশাল) টিম গঠন করেছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদারের নেতৃত্বে এ টিম সদর উপজেলা ইলিশায় বেশ কয়েকটি মাছ ঘাট পরিদর্শন করেন।
এসময় তিনি জেলে, আড়তদার, ঘাট মহাজন ও ইলিশ শিকারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মানার জন্য দিক-নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলা জেলা পুলিশ সুপার একটি বিশেষ টিম গঠন করেছে। জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের যে অভায়ারণ্য সেখানে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি এ টিম মা ইলিশ রক্ষায় কাজ করবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন জেলে মা ইলিশ শিকার করছে কিনা এ নিয়ে বিশেষ টিম তথ্য সংগ্রহ করবে। কোন জেলে যাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছের অভায়ারণ্যে মা ইলিশ শিকার করতে না পারে সেদিকে এ টিম কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে।
এসময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে অভিযানের কয়েকদিন পরেই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করত। কিন্তু এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী একেবারেই জেলে শূন্য। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে কার্যকরী ভূমিকা পালন করতেছে। আমরা জেলা পুলিশ আশা করছি, এখন মেঘনা ও তেঁতুলিয়া নদী যে পরিস্থিতিতে রয়েছে তা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে। এবং বিশেষ টিমের দেয়া তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।