অনন্ত হাসান মাসুদঃ
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গোডাউনের সামনে মাইক্রোবাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
উক্ত বিষয় টি নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মাসুদ ।ইতিমধ্যেই নিহত কে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার এসআই মামুন জানান,মাইক্রোবাস দূর্ঘটনায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত (মহিলা অজ্ঞাত) ব্যাক্তির পরিচয় এখন প্রজন্ত নিশ্চিত করা যায় নি।
তবে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন, এবং দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, ঘটনার বিষয়ে নিহতের পরিচয় নিশ্চিত হয়নি। আর এ বিষয়ে এখন প্রজন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় নি , পরিচয় নিশ্চিত হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।