স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর পূর্বইলিশা ইউনিয়ন হইতে ২ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
বুধবার বিকালে এসআই গোলাম মোস্তফা, নেতৃত্বে এএসআই সুজন, এএসআই মাইনুল ইসলাম ,কং/৭৭৪ মো: জসিম উদ্দিন,কং/৯৫৮ মোঃ শাহীনসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পাকা রাস্তার এর উপর থেকে ২ (দুই) কেজি গাঁজা সহ ১। মো: নিরব (২৮), সাং-দক্ষিণ চরপাতা, ২নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।