হাসনাইন আহমেদ।।
ভোলায় আজ রবিবার সকালে সাহে আলম মাল পিতাঃ নজির আহমেদ মাল মাতাঃ রোসনেয়ারা বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। ২ নং ইলিশা ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সামনে আবুল বশারের বাড়ির পিছনে পুকুর থেকে লাশ টি উদ্ধার করা হয়। ৫ সন্তানের জীবন গড়ার এই কারিগর ২৫ বছর ধরেই মানসিক ভাবে অসুস্থ । পরিবারের বোঝা হয়েই জীবন পার করছিলেন ২৫ বছর ধরে।
সাহে আলম মাল এর পরিবার জানান, সবসময় সিকল বাঁধার মাধ্যমেই পরিবারের কাছাকাছি রাখা হতো। সিকল বাঁধা অবস্থা থেকে সাময়িক মুক্তি দেওয়ার ফলেই বাসা থেকে চলে যায়। যার ফলে তাকে পরিবারের সান্নিধ্যে রাখা কষ্টকর। স্বজনরা যানান -এমন টা হবে কখনোই ভাবেনি।
উক্ত বিষয়ে সদর থাকান চৌকস এসআই ইমাম জানান, - ৯৯৯ এর কল পেয়ে মোবাইল টিম কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত লাশ উদ্ধার করি। পরবর্তীতে নিহত সাহে আলম এর পরিবার তার খোজ না পেয়ে থানায় যোগাযোগ করলে লাশ এর বিষয়টি নিশ্চিত করেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।