স্টাফ রিপোর্টারঃ
ভোলায় মনপুরা থানার আয়োজনে মাদক,কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ সহ নানাবিধ সামাজিক অপরাধ রোধে "স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং" সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মনপুরা সরকারি ডিগ্রি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মনপুরা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ভোলা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট শিক্ষার্থীদের পাশে আছে। তিনি বলেন, 'মনপুরা' চলচিত্রের গল্পের মতো বাস্তব জীবনে কারো সাথে যেন এমনটি না ঘটে বরং প্রকৃত অপরাধীরা যেন চিহ্নিত হতে পারে সে বিষয়ে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা এগিয়ে আসুক, সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মনপুরা থানার যে সকল প্রার্থীগণ লিখিত পরীক্ষায় কৃতকার্য হবে আমরা তাদের মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রদানের আশ্বাস দিচ্ছি। এতে করে মনপুরা থানাধীন জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাসের পাশাপাশি তাদের মাধ্যমে অন্যরাও পুলিশিং কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং আগামীতে অন্য্যান্য শিক্ষার্থীরাও উদ্ভুদ্ধ হবে।
এ সময় মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মোঃ ইউসুফ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), মনপুরা সরকারি ডিগ্রি কলেজ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনন্ত হাসান মাসুদ