সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ইলিশ আহরণের জন্য সুবিধাভোগী অসহায়-দুস্থ জেলেদের মাঝে ৩২ টি সুতার ইলিশ জাল বিতরন কার্যক্রম অনুষ্ঠিত।
২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
মোহাং সেলিম উদ্দিন এ জাল বিতরন করেন।
জানা গেছে,জেলা সফরের অংশ হিসাবে ভোলা সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের সাথে মতবিনিময় শেষে এ জাল বিতরন করেন তিনি।
ইলিশ সম্পদ উন্নয়ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ. এফ. এম. নাজমুস সালেহীন।
ভোলা জেলা মৎস্য অফিসার মো: আবুল কালাম আজাদ জানান,মোট ৩২ টি সুফলভোগী গ্রুপের ৯৬ জনের মাঝে মোট ৩২ টি ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতরণ করা হয়।
এদিকে ভোলা সদর উপজেলায় আগমনের সাথে সাথেই সচিব সেলিম উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তার সফরসঙ্গী ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো: আলমগীর,অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো: হেমায়েত হোসেন, বরিশাল বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।