হাসনাইন আহমেদ।। ভোলা প্রকাশ,,
ভোলায় ব্যাটারিচালিত বোরাক ও অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের মূল হোতা সহ চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি অটোরিক্সা, বোরাক ও নগদ ৭৮ হাজার টাকাসহ চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে চোর চক্রের মূল হোতা ভোলা সদরের বাঙা ইউনিয়নের বাসিন্দা মোঃ মিলন ফরাজী। চকলেট আরো তিন সদস্যের মধ্যে রয়েছে, মোঃ নয়ন, মোঃ সিদ্দিক মৃধা ও মোঃ লিটন হওলাদার।
বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ ফরহাদ সরদারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এই সময় তিনি বলেন, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘ দিন ধরে ভোলার বিভিন্ন স্থানে অটোরিক্সা ও বোরাক চুরির কাজ করে আসছে। গতকাল মঙ্গলবার মোহাম্মদ মান্নান নামের এক ব্যক্তি তার অটোরিকশা চুরি হয়ে যাওয়ার মর্মে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের সূত্র ধরে পুলিশ ভোলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মোঃ নয়নকে আটক করে। পরে নয়নের স্বীকার উক্তি অনুযায়ী এই চোর চক্রের মূল হোতা মোঃ মিলন ফরাজীসহ চক্রের আরো তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এই সময় মিলন ফরাজীর গোডাউন থেকে ৫ টি অটোরিক্সা ও বোরাক জব্দ করার পাশাপাশি তার কাছ থেকে চুরি করা অটো রিক্সা ও বোরাক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে চোরচক্রের ৪ সদস্য কেই চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়।