ভোলায় জাতীয় সংবিধান দিবস ২০২২ উদযাপন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উদযাপন
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলাম এর সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সবাই বক্তারা বলেন,দেশের সকল স্তরের মানুষের সাংবিধানিক নিয়ম মেনে চলা উচিত।
বিশেষ করে রাজনীতিবিদ,প্রশাসন সহ প্রতিটি পর্যায়ে সাংবিধানিক নিয়ম অনুযায়ী চলা উচিত কারণ একটি দেশের সংবিধান দেশের মূল কাঠামো নির্দেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম
শামীম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ,
উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মিজানুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের
নাজির মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।