স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।
দ্বীপজেলা ভোলায় যুব সংগঠন ইয়ুথ'স অরগান আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলা কার্যালয়ে ইয়ুথ'স অরগান আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মুহাম্মদ আক্তার হোসেন।
আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সাংবাদিক গোপাল চন্দ্র দে, এনসিটিএফ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক রাশিদ আবিদ ইফতি, এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন, ভোলা জেলার সহ-সভাপতি ওমায়ের হোসেন অভি।
এসময় ইয়ুথ'স অরগানের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ কাজী এহসানুল হক জিহাদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরস্কার গ্রহণ করে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফরাত জাহান ইশান ও তাসকিনা মেহজাবিন অধরা।