শাহাবুদ্দিন হাওলাদার চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে বটি দিয়ে কুপিয়ে ভাসুরের মাথা পাটালো ছোটভাইয়ের বউ। শনিবার সকালে শশীভূষণ থানার এওয়াজপুর ৫নম্বর ওয়ার্ড সোনা মিয়া হাওলাদার বাড়িতে এঘটনা ঘটে।
সরজমিনে জানাযায়, বিদ্যুৎ বিল নিয়ে কথার কাটাকাটির এক পর্যায় ছোটভাইয়ের বউ ছোনিয়া গৃহস্থলীর কাজে ব্যবহৃত বটি দিয়ে ভাসুরের মাথা কুপিয়ে যখম করেন ।ঘটনার পর ছোনিয়া নিজেকে বাচাতে উল্টো ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এ সময় গুরুতর যখম অবস্থায় ভাসুর জসিম দৌড়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন। পরে গুরুতর আহত জসিমকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জসিম ওই গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের ছেলে এবং সোনিয়া বেগম তার আপন ছোট ভাই ফিরোজের স্ত্রী ।
এ ঘটনায় পার্শ্ববর্তিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে তারা জানান, প্রায় সময় সোনিয়া বেগম এ ধরনের ঘটনা ঘটায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।