রনি ইসলাম,ভোলা প্রকাশ
অদ্য ০২/১০/২৪ তারিখ রোজ বুধবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় নবগঠিত কার্যসম্পাদন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোরহানউদ্দিন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, পাবলিক টয়লেট স্থাপন ও মাছ বাজার সংস্করণ বিষয়ে আলোচনা করা হয়।
বোরহানউদ্দিন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি ) মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য জনাব ডাঃ নিরুপম সরকার (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ), জনাব মোঃ সিদ্দুকুর রহমান (অফিসার ইনচার্জ,বোরহানউদ্দিন থানা), জনাব মোঃ মাইদুল ইসলাম খান (উপজেলা প্রকৌশলী),জনাব মিয়া মন্জুর এ এলাহী (উপজেলা সমাজসেবা কর্মকর্তা ), জনাব মোঃ নাজমুল ইসলাম (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ) এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তাসহ অনন্য কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা শেষে সকলে মিলে পৌরসভার আওতাধীন পূজা মন্ডপগুলো পরিদর্শন করে পৌরসভা থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পূজা মন্ডপগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হয়। পরবর্তীতে দেউলা ও গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের মৎস ভিজিএফ এর চাল বিতরণ মনিটরিং করা হয়।