সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন থানা বার্ষিক পরিদর্শনে এসে বোরহানউদ্দিন থানা পুলিশ,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধির ভালোবাসায় সিক্ত হলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
০৩ ফেব্রুয়ারি রাতে বোরহানউদ্দিন থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
পরিদর্শনকালে থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পরবর্তীতে বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, বিপিএম এর সার্বিক তত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ ও আগত অতিথিবৃন্দের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজ এ অংশগ্রহণ করেন তিনি। এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,দুলার হাট থানার ওসি মোহাম্মদ মুরাদ হোসেন,ভোলা জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।