মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়ার নির্দেশে কুতুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মাহফুজুল হাসান এর নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ব্রিকস এর দক্ষিণ পাশে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। আটককৃতরা হলেন, কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জসিমের ছেলে জিহাদ (২২), শাহজাহানের ছেলে টুটুল (৩৮),আব্দুল বারেক ব্যাপারীর ছেলে শাহীন (৩৫), সিদ্দিক বদ্দারে ছেলে সালাউদ্দিন (৪০), ইসমাইলের ছেলে জুয়েল (১৯), টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে হিরন (৩৫), নাসিরের ছেলে হেলাল (৩২),ফারুকের ছেলে সোহাগ (১৮), কামালের ছেলে ফরিদ (১৮) ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মোতালেব ফরাজীর ছেলে নিরব(৪৫) ও ২ নং ওয়ার্ডের ছলেমান ফরাজীর ছেলে আলাউদ্দিন (৪০)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ব্রিকস এর দক্ষিণ পাশে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সেট তাস (১০৪পিস) যাহার প্যাকেটে ইংরেজিতে AMERICA লেখা আছে,৫০০টাকার নোট৬টি, ২০০ টাকার নোট ২টি,১০০টাকার নোট ৫টি, ৫০ টাকার নোট ৪টি,২০ টাকার নোট ১১টি,১০ টাকার ১৬টি সহ চার হাজার চারশত আশি টাকা জব্দ করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান,জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার তাদেকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে,আদালত তাঁদের জেল হাজতে প্রেরণ করেছে।