মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চলছে প্রতি মুহূর্তে বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভা।
২৪ নভেম্বর তার ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পক্ষিয়া ইউনিয়ন বিএনপি'র অস্থায়ী কার্যালয়ের সামনে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খানের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিমের সভাপতিত্বে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে,মাফরোজা সুলতানা বলেন,বোরহানউদ্দিন ও দৌলতখানে কোন মাদকাসক্ত ব্যক্তি বা চাঁদাবাজ জাতীয়বাদী দল বিএনপিতে থাকতে পারবেন না,এমন প্রমাণ কারো বিরুদ্ধে পাওয়া গেলে তাদেরকে কঠোর হস্ত দমন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে। আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের ভালো ভাবে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনারা যদি ভালো থাকতে চান তাহলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠান তিনি করেছেন। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আগে তোমরা পড়া লেখা করবে পরে রাজনীতি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে পক্ষিয়া ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা যেভাবে স্বৈরাচার সরকারের আমলে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে,এবার যদি কেউ অপকর্ম করে তারা রুখে দিবে।
এ সময় তিনি দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম নাসিম গাজী,মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এটিএম লোকমান হাওলাদার,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া,পক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি,পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাতাব্বর সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।