সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট এবং দোয়া চাচ্ছেন। তার ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যে।আবুল কালাম আজাদ সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে আবুল কালাম আজাদ কে নিয়ে আলোচনা।
এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার উল্লেখযোগ্য কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তাই বোরহানউদ্দিন উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে এবার ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন তিনি।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে।আমি পুনরায় নির্বাচিত হলে এ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।