মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন পক্ষিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর বিকাল ৪ টায় বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ পাবেল হাওলাদারের সঞ্চালনায় পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস ভুঁইয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এটিএম লোকমান হাওলাদার,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর,পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মামুন বেপারী সহ স্বেচ্ছাসেবক দল,যুবদল,কৃষক দল,শ্রমিক দল ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল,দেশের ক্লান্তি লগ্ন সময়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে,বিভিন্ন আন্দোলন মুক্তি সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অপরিহার্য।
তারা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।
৫ ই আগস্ট জনতার রোশনালে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে,আওয়ামী লীগ বিগত ১৫ বছরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সহ বিশৃঙ্খখল কার্যক্রম করে গিয়েছে।
এ সময় তারা বলেন,বোরহানউদ্দিনে সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা নির্দেশে ইউনিয়ন বিএনপি,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শান্তিপূর্ণ সংগঠন,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা শান্তি চায় কিন্তু এই ইউনিয়নের যদি কেউ অরাজকতা সৃষ্টি করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় বক্তারা আরো বলেন,গতকাল ২৩ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার,আমরা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় বক্তারা বলেন,পক্ষিয়া ইউনিয়নে বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন হামলা মামলা সহ বিভিন্নভাবে হয়রানি করেছে,বিএনপির লোকজন বাসা বাড়িতে থাকতে পারেনি,কিন্তু সরকার পতনের পরে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকমির উপরে কোন হামলা-মামলা দিয়ে হয়রানি করেনি।
এ সময় বক্তারা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল রকম সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আহ্বান জানান।
এদিকে বিক্ষোভ মিছিলটি বোরহানগঞ্জ নতুন বাজার থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় হাজার হাজার নেতা কর্মীদের মিছিল পথসভায় অংশগ্রহণ করতে দেখা গেছে।