মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ সজিব সর্দারকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে (২৯ এপ্রিল) রাতে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক সুজন ফকির সহ একটি টিম সজিবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করে।
সজিব বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফারুক সর্দারের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া রবিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন,২০২২ সালে একটি মাদক মামলায় ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী মোঃ সজিব সর্দারকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।তিনি জানান,সজিব দীর্ঘদিন পলাতক ছিল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজ রবিবার সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।