বোরহানউদ্দিন ( ভোলা) প্রতিনিধিঃ,ভোলা প্রকাশ।
ভোলা-২ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য , বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলী আজম মুকুল তৃতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক নেতাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায়, বোরহানউদ্দিন উপজেলা রোডস্থ নির্বাচিত সংসদ আলী আজম মুকুলের নিজ বাসভবনে শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান ও মোঃ হোসেনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।।
অনুষ্ঠানের এক পর্যায় শিক্ষক নেতা মোঃ মোস্তাফিজুর রহমান ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ুজ্ঞাপন সহ সাবেক শিল্প মন্ত্রী মোঃ তোফায়েল আহমেদের কথা স্মরণ করেন । সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বর্তমান ভোলা -২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ভূয়সী প্রশংসা করেন এই শিক্ষক নেতা৷ আরেক শিক্ষক নেতা আ,ফ, ম নোমান উর রশিদ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা সমবেদনা জ্ঞাপন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন , মোঃ শাহীন চৌধুরী , মোঃ আলমগীর হোসেন , মোঃ জাহাংগীর আলম সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ ।