সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা::
ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত ১২ সেপ্টেম্বর বোরহানউদ্দিন পৌরসভার ব্রাক ব্যাংক এলাকার শাহে আলম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হলে অনেক খোঁজাখুজির পর তা না পেয়ে ১০ জানুয়ারী বুধবার সকালে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন শাহে আলমের ছেলে মোঃ আসাদুজ্জামান হৃদয় পরে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে বোরহানউদ্দিন থানার এস আই মানিক সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোল্লার হাট এলাকা থেকে দিগন্ত চন্দ্র দে,মোঃ সবুজ(৩০),মোঃ সবুজ রাড়ি(২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দিগন্ত চন্দ্র দে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের,মোঃ সবুজ রাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এবং মোঃ সবুজ দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে চোর চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করে বুধবার দুপুরেই কোর্টে প্রেরণ করা হয়েছে,তিনি বলেন গ্রেফতারকৃত সকলেই চোর চক্রের চিহ্নিত সদস্য।