ইউসুফ হোসেন অনিক,ভোলা প্রকাশ: ভোলার বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় সরকারি আ:জব্বার কলেজ মাঠে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এ মেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যূগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, সরকারি আ: জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বোরহানউদ্দিন পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত প্রমুখ।
শিল্প ও বানিজ্য মেলার চেয়ারম্যান মো: নাজিমউদ্দিন জানান, ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকবে সামাজিক সার্কাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী শিশুদের জন্য বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্ট।
মেলায় মনোরঞ্জনের ইভেন্ট ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৩৫টি স্টল থাকবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে স্টল চলে এসেছে।
আমরা আশা করি দুই একদিনের মধ্যে মেলার আনুসাঙ্গিক কার্যক্রম সহ মেলা জমজমাট হয়ে উঠবে।