সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন(৩৯) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ৩ আগষ্ট ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই মেহেদী হাসান সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার সদরঘাট এলাকা থেকে লিটন কে গ্রেফতার করে।
লিটন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর মৃত মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ লিটন কে ঢাকা সদরঘাট এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।