বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শহিদুলের ছেলে মোসলেহ উদ্দিন (২৩) এর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে একই বাড়ির জাকিরের মেয়ে ভিক্টিম এ অভিযোগ করেন। ভিক্টিক অভিযোগ করে বলেন, ঢাকা জুরাইন মুরাদপুর এলাকায় পরিবারসহ ভাড়াবাসায় থাকেন । সেখানে একটি মাদ্রাসার ছাত্রী তিনি। দীর্ঘ ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তার গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন ওই ছাত্রী। তখন একই বাড়ির আত্মীয় শহিদুলের ছেলে মোসলেহ উদ্দিন এর সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে যায় ভিক্টিম। কিছুদিন পর ঢাকায় চলে যায় ওই ভিক্টিম। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬-১১-২০২২ ইং তারিখে ঢাকা থেকে আবার গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন ওই ভিক্টিম। পরে ওই দিন রাতে মোসলেহ উদ্দিন এর বসত ঘরে তার মায়ের সাথে ঘুমান তিনি। রাতেই মোসলেহ উদ্দিন এর রুমে নেয় ভিক্টিমকে। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষণ করা হয় ওই ভিক্টিমকে। পরে বিষয়টি এলাকায় জানান ওই ভিক্টিম। ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসা করার কথা হয়। বিচারের দাবীতে গত ০৯-১২-২০২২ ইং তারিখে মোসলেহ উদ্দিন এর বাসায় অবস্থান নেয় ভিক্টিম। সেখানে ভিক্টিমকে মারধোর করে মোসলেহ উদ্দিন এর পরিবার। বর্তমানে প্রশাসনের কাছে বিচার চাচ্ছেন ওই ভিক্টিম। অন্যদিকে মোসলেহ উদ্দিন এর কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই মোসলেহ উদ্দিন পালাতক রয়েছে বলে জানান স্থানীয়রা। মোসলেহ উদ্দিন এর মাসহ তার পরিবার বলেন, বয়স হলে এরকম হবেই। আমাদের কিছুই করতে পারবে না । ভিক্টিমকে পেলে দা দিয়ে কুপিয়ে দিব। জত টাকা লাগে বুঝব।
স্থানীয় মেম্বার কবির হোসেন জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে এলাকায় চানঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।