বোরহানউদ্দিনে বিকল্প জীবিকার জন্য ২০ জেলে পেলেন বকনা বাছুর
মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধি।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভুমি মুন্নী ইসলাম সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় নিবন্ধিত ২০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান।
জেলেদের বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, দিন ইসলাম রুবেল,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক গন