নিজস্ব প্রতিবেদকঃ
সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয় এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস ) এর ৫৮ বছর পূর্তি উপলক্ষ্যে বোরহানউদ্দিন শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় পশ্চিম বাজার থেকে সংগঠনের উপজেলা শাখার সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাসের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুড পার্ক চায়নিজ রেস্তোরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া, সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক ইন্দ্রজীৎ দে, সাংবাদিক মনিরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলম ,কামাল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী বাবু লিটন চন্দ্র দাস ও বাবু শ্যামল পোদ্দার সংগঠনের অনান্য নেতৃবৃন্দ সহ কুঞ্জেরহাট ,বরহানগঞ্জ,দরুন বাজার সভাপতি সম্পাদক, ব্যবসায়ী এবং কারিগরবৃন্দ। আলোচনা সভায় বক্তরা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সায়েম সোবহান আনবির বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন কে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করেছে। সবাই একতাবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করবো। সভায় উপজেলা সহ সারাদেশে প্রয়াত স্বর্ণ ব্যবসায়ীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ৫৮ বছর পূর্তি উৎসব পালন করা হয়।