মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি,পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ মার্চ) বিকালে বোরহানউদ্দিন উপজেলা উদয়পুর,মনিরম বাজারের নিত্যপণ্যের পাইকারী ও খুচরা বিক্রেতা দোকান, কাঁচাবাজার ও ফলের দোকানগুলোতে পৃথক অভিযান চালায় প্রশাসন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বলেন,আমাদের সবার উচিত রমজানের পবিত্রতা রক্ষা করে চলা,বাজারে পণ্যের দাম বেশি রেখে যারা সিন্ডিকেট করবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে,সে যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।