সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যে তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ও ৩৭ ধারায় ০৪টি মামলায় ০৪ জন ব্যক্তিকে ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর
বাজার মনিটরিং করা সময় পন্যের মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। বাজার মনিটরিং এ দেখা যায় বিক্রেতারা ডিম প্রতিটি ১২.৫০ টাকায় এবং আলু প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি করেন।
এ সময়ে বিক্রেতাদের ডিম প্রতিটি ১২.৫০ টাকার পরিবর্তে ১২.০০ টাকায় এবং আলু প্রতি কেজি ৪৫ টাকার পরিবর্তে ৩৫-৩৬ টাকায় বিক্রি করার জন্য সতর্ক করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান,নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য না থাকায় প্রাথমিক পর্যায়ে সতর্ক বার্তা হিসেবে বাজার মনিটরিং করা হয়েছে এবং ৪ জনকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে তবে ভবিষ্যতে ব্যবসায়ীরা আইন মেনে না চললে বা কোন প্রকার সিন্ডিকেট তৈরি করলে জনস্বার্থে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।