সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করলেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর শরীফ।
রবিবার ৭ ই জানুয়ারি উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়ে তিনি ভোট প্রদান করেন।
এ সময় ওমর শরীফ সাংবাদিকদের বলেন,এবার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট হচ্ছে,বঙ্গবন্ধুর মার্কা নৌকা,শেখ হাসিনার মার্কা নৌকা,আমি ছাত্রলীগের একজন কর্মী তাই আমি ভোলা ২ আসনের দুইবারের সংসদ সদস্য আলী আজম মুকুল কে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য নৌকায় ভোট
প্রদান করেছি,এ সময় তিনি একজন নাগরিক হিসেবে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান এবং নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ আরো বলেন,বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চির স্মরণীয় হয়ে থাকবেন তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে কোথায় কোন বিশৃঙ্খলা দেখা যায়নি যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।তিনি আরো বলেন আমি নৌকার একজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন আমি তার হয়েই কাজ করেছি ভবিষ্যতেও আমার নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ ও নির্দেশ মেনে পথ চলব। এ সময় তিনি আবারও নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।