বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কুঞ্জেরহাট বাজারে জমি নিয়ে বিরোধের জের হাজী মোঃ দানেছ মিয়া(৫৬) কে পিটিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক জমি দখলকরাসহ ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
একই এলাকার আঃ করিম মাতাব্বর (৫০), জলিল মাতাব্বর (৪৫), জসিম মাতাব্বর(৫০), রেজাউল মাতাব্বর (২৫) সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে হামলা ও জোরপূর্বক জমি দখলকরাসহ ঘর উত্তোলনের অভিযোগ করেন ভুক্তভোগী হাজী দানেছ মিয়া। শনিবার সকালে কুঞ্জেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত হাজী দানেছ মিয়াকে পুলিশ উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসারত আহত হাজী দানেছ মিয়া অভিযোগ করে বলেন, চকডোস মৌজার ৫৮ নং জেএল এর ২৮৯ নং খতিয়ানের ৩৭৫ ও ৩৭৬ নং দাগের ৩৮ শতাংশ জমি নিয়ে উল্লেখিত হামলাকারীদের সাথে বিরোধ চলমান আছে। ওই জমি জোরপূর্বক দখলকরাসহ ঘর উত্তোলন করার সময় শুক্রবার রাতে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। শনিবার ঘটনাস্থলে এএসআই মাহাফুজ তদন্তকরতে আসেন। সেখানে আমিও যাই। পুলিশের সামনেই আমার সাথে তাদের কথার কাটা-কাটি হয়। পরে থানায় অভিযোগ করায় তারা আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার সাথে থাকা নগদ ৫২ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। উপস্থিত পুলিশ আমাকে উদ্ধারকরে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।
অন্যদিকে জসিম মাতাব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে দানেস মিয়ার সাথে শালিশ বৈঠক হয়। সেখানে আমারা জমি পেয়েছি। আমাদের ভোগ দখলিয় জমিতে আমরা ঘর উত্তোলন করতেছি। হাজী দানেছ মিয়া এসে আমাদের উপর হামলা চালায়। আমাদের ১ জন গুরুতর আহত হয়। হাসপাতালে ভর্তি আছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।