মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে ৫ হাজার টাকা ও এক বান করে টিন বিতরণ করা হয়েছে।
রবিবার ১লা সেপ্টেম্বর সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ অনুদান প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় সাংবাদিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বোরহান উদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নিকটবর্তী উপকূলীয় অঞ্চলের মানুষ ঘরবাড়ি হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিক অভাবে তারা তাদের ঘর পূর্ণ নির্মাণ বা মেরামত করতে পারেনি এর মধ্যে যারা সবচাইতে ক্ষতিগ্রস্ত তাদের তালিকা প্রণয়ন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলার ১৫ টি পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ হিসেবে ৫ হাজার টাকা ও ১ বান করে টিন প্রদান করেছি।
এদিকে সহায়তা পেয়ে অসহায় দুস্থ পরিবারের মাঝে হাসি ফুটেছে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা রেজাউল করিম,উপজেলা সমাজ সেবা কর্মকতা মিয়া মঞ্জুর-এ-এলাহী মোঃ আল আমিন প্রমুখ।