মোঃ সাইফুল ইসলাম আকাশ ,নিজস্ব প্রতিবেদক ।।
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা
নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল আহসান,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাইদুল ইসলাম খান,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির বিপিএম,উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা চামেলী বেগম,বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ সোহেল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাশ্বত চন্দন,বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল,হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী,জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিবেদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে এসময় মাদক,জ্বীন,বাল্যবিবাহ,ইভটিজিং,কিশোর গ্যাং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।