মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।
বরিশালে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম কে ভোলা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইউএনও তৌহিদুল ইসলামের কৃতিত্ব ও ভোলার সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার পরে তার সফলতা গুলো তুলে ধরেন অতিথিরা।
তারা বলেন,ইউএনও তৌহিদুল ইসলাম ভোলায় যোগদানের পর থেকেই ভোলা সদর উপজেলার মানুষের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত ছিলেন,তিনি কোন অন্যায় কাজে কখনো সাপোর্ট দেন নি,সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা বলে ও জানান বক্তরা।
ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের এমন পদকে খুশি বিভিন্ন মহল। তাদের প্রশংসায় ভাসছেন তিনি। তার এ অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকসহ সুশীল সমাজের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচনা সভা শেষে ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।