নিজস্ব প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় দুই বোতল বিদেশি মদসহ সুরঞ্জিত নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকা থেকে সুরঞ্জিতকে আটক করা হয়। তিনি ঐ এলাকার সুমন্ত তেলির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মো. আউয়াল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নমগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়- সুরঞ্জিত মদের বোতলগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। পরে সুরঞ্জিতকে আটক করে তার কাছ থেকে বিদেশি ব্রান্ডের দুইটি মদের বোতল উদ্ধার করা হয়।
এসআই মো. আউয়াল আরো বলেন, সুরঞ্জিতকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।