স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।
সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। আর এই কমিটিতে সাফল্যের সাথে তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক পদে নিজের অবস্থান নিশ্চিত করেছেন ভোলার কৃতি সন্তান সৈয়দ অলিউর হোসেন রিহাম৷
জানা যায় সৈয়দ অলিউর হোসেন রিহামের জন্ম ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে। পিতা - সৈয়দ মনিরুল হোসেন, মাতা - সৈয়দা রোজিনা মনির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবন তথা এনেক্স ভবনে সে খুবই পরিচিত একটি মুখ। এনেক্স ভবন অবস্থিত চারটি বিভাগের শিক্ষার্থীদের কাছেই সে অনেক শ্রদ্ধেয়।
সৈয়দ অলিউর হোসেন রিহামের রাজনীতির হাতেখড়ি উচ্চ মাধ্যমিকের পর থেকেই। তিনি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত হাজারীবাগ থানা ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবেই নিজের রাজনৈতিক পদচারণা শুরু করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পাশাপাশি মহানগর ও থানার বিভিন্ন প্রোগ্রামেও ছিলো তার সরব ভূমিকা।
বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তার এ দায়িত্বের নিষ্ঠার উপহার হিসেবে তিনি পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদকের দায়িত্ব পান।
সৈয়দ অলিউর হোসেন রিহামের এ সাফল্যে তার গ্রামবাসী, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত। সকলেই তার উত্তরোত্তর সাফল্য কামনা করছে।