সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
২য় বারের মত ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন থানার ওসি ও মানবিক পুলিশ কর্মকতা ওসি মাহবুব-উল-আলম।
শনিবার ৬ এপ্রিল সকালে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় মার্চ মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় ওসি মাহবুব-উল-আলমকে।
গত বছরে লালমোহন থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত পণ্য উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন তিনি।
এর আগে ও তিনি গত ফেব্রুয়ারি মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল-উল-আলম বলেন,কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের,স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি।
এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমি ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।