নিজস্ব প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন থানায় দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে করনীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্তে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস এর সমন্বয়ে থানায় কম্পাউন্ডে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড করনীয়,প্রতিরোধ মূলক ব্যবস্থা,সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় থানার গুরুত্বপূর্ণ কক্ষে অগ্নি-নির্বাপণ যন্ত্র সংরক্ষণ ও ব্যবহার এবং অগ্নিকাণ্ডের ঘটনার সময় করনীয় সম্পর্কে আলোচনা করেন তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জনাব রেজাউল করিম সেলিম।
এসময় তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তারিক হাসান সহ থানা ও ফায়ার সার্ভিস অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।