ডেঙ্গু সমাচার
---- মোঃ মহিউদ্দিন
----------------------------
এডিস মশার আক্রমণে,
শান্তি নেইতো জনমনে।
সকাল বিকাল বেরোয় সে
রক্তচোষার অন্বেষণে।
উড়ে যায় সে রক্ত খায়,
ডেঙ্গু ছড়ায় আনমনে।
গায়ে যে তার ডোরাকাটা দাগ,
মানুষজন ভয়ে পালায়
যেন আসছে ডোরাকাটা বাঘ।
ভালবাসে সে মানুষের আবাসস্থল,
প্রজননে সে ভালোবাসে দুই ইঞ্চি জল।
একবারে সে ডিম পারে
ষাট থেকে একশত,
এক জায়গায় ডিমপাড়ে না
জায়গা খুঁজে কত।
তিন দিনে তার বাচ্চা ফুটে
বেরোয় শত শত।
বিশ্বের অনেক দেশে আছে
এদের সহজাত ভাই,
সকাল বিকাল বের হলেই
কারো নিস্তার নাই।
ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্নতায়
এদের জন্ম হয়,
আবার পরিষ্কার পরিচ্ছন্নতায়
এরা ধ্বংস হয়।
আসুন আশেপাশে
পরিষ্কার পরিছন্ন করি,
এডিস মশা-ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।