**নাসির মল্লিক**
চাঁদের আলো যখন আলো ছড়ায়
আধাঁর রাতের আকাশে,
তখন তারার আলোর কি দাম আছে, বল গো আমায়।
সূর্য যখন কিরন ছড়ায়
আলোকিত করে ধরাময়,
তখন চাঁদের আলোর কি দাম আছে,বল গো আমায়।।
জ্ঞানী তুমি,ধনী তুমি
হউও না অহঙ্কারী,
জ্ঞান সাগরে তুমি
এক বালুকনার সম
জ্ঞান রাখ কি হে?
ভেবে দেখ মূর্খ অহঙ্কারী।।
তারার আলো সম জ্ঞানের আলো নিয়ে, ডুবে অন্ধকারে
জ্ঞান ধনের অহংকারে,
ডুবে তুমি হয়েছো জ্ঞানপাপী।।
এ ভবে হায়,জ্ঞানী-গুনী
মহান হয়েছেন যত জনে,
জ্ঞান গরিমায় জ্ঞানপাপী
হয়নি কভু, সে যে।
জ্ঞানের আলো ছড়ায়ে যিনি,
হয়েছেন দিনের আলো,
মহান মানব,মানুষের মনে,
অমর হয়েছেন তিনি।।