চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে হাস চুরির অভিযোগ উঠেছে এওয়াজপুর ইউনিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ফরাজীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের মুসা কালিমুল্লাহ মেম্বার বাড়ী থেকে ৬ টি হাস চুরি করেন আল-আমিন ও তার সহযোগী হামিম ও মনির।
এওয়াজপুর ইউনিয়নের খাইরুল মুন্সীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ফরাজী আমার ৬ টি হাঁস চুরি করে তাহার অঙ্গসংঙ্গদেরকে নিয়ে হাঁসের পার্টি দিয়েছে। এবিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে আমাকে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় আল-আমিন।
প্রতিবেশী রিমন মহাজন বলেন, ঘটনাদিন রাতে আল-আমিন ফরাজী মোটর সাইকেলে করে হাঁস নিয়ে যাচ্ছিলেন ।
একই এলাকার আবু জাফর ফরাজী ও আছিয়া বেগম অভিযোগ করে বলেন, আমাদের ২১ টি হাঁস মুরগি চুরি হয়েছে কিছু দিন আগে কে বা কারা নিয়েছে জানিনা ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ছাত্রলীগের পদ পাওয়ার পর আল-আমিন ফরাজী এলাকায় চুরি চাঁদাবাজি করে ঘুরে বেড়ায় এবং গাঁজা সেবন করে ও কতিপয় লোকদের কাছে গাঁজা বিক্রি করে।
অভিযুক্ত আল-আমিন ফরাজী এসব বিষয়ে অস্বীকার করে বলেন, কিছু লোক সুবিধা ভোগ করার জন্য আমার বিরুদ্ধে এরকম অভিযোগ দিয়েছে।
এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, আল-আমিন ফরাজী এবং হামিম ও মনির সহ এই হাঁস চুরি করেছে বলে আমি অভিযোগ পেয়েছি এবং ঘরোয়া পরিবেশে আমি রায় দিয়েছি কিন্তু আল-আমিন রায় মানতেছে না।
এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি খটিয়ে দেখতেছি।
শশীভূষন থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, এসব বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।